জাতীয়রাজনীতি

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ আমানউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া-

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার কন্ঠঃ

ময়মনসিংহের ভালুকায় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি,চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম আমানউল্লার ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রয়াত এ নেতার নিজ গ্রাম মাহমুদপুর সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ মাঠে পরিবারের পক্ষ থেকে এ কর্মসুচী গ্রহন করা হয়। এ সময় অনুষ্ঠানে অংশ নেন উপজেলা আ’লীগের সভাপতি এড.শওকত আলী,সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা,সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াসেক আল আমিন শিপন,ডাঃ আমানউল্লাহ’র পুত্র ডাঃ মোনাসির আমানউল্লাহসহ স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য,দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ ‘৯৬ সালে আ’লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং একই বছর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয় লাভ করেন। নির্বাচনে আ’লীগ সরকার গঠন করলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হন। পরবর্তীতে আরও তিনবারসহ মোট ৪বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। টানা দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে ভালুকার রাস্তাঘাট,ব্রিজ কালভার্টসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপুর্ন ভুমিকা রাখেন। বিশেষ করে তাঁর ঐকান্তিক প্রচেস্ঠায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ করা হয় ট্রমা সেন্টার ও বর্ধিত করা হয় রোগীদের আসন সংখ্যা। শান্তিপ্রিয় রাজনীতিক ও সাদা মনের মানুষ হিসেবে ভালুকার মানুষের কাছে আজও তিনি স্মরণীয় হয়ে আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button