‎দলের সাথে সম্পর্ক ছিন্নকরে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপি নেতা মুর্শেদ আলমের-

নিজস্ব প্রতিবেদক, ভালুকার কন্ঠঃ

দলের সাথে সম্পর্ক ছিন্নকরে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপি নেতা মুর্শেদ আলমের।

‎দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন ভালুকা উপজেলা
‎বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
‎আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম।
‎উপজেলা ও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
‎গত রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
‎এ সময় মোর্শেদ আলম জানান, তিনি কোনো পদ বা ক্ষমতার আশায় রাজনীতি করেন না। ভালুকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
‎তিনি বলেন, এই পথে যে কোনো ধরনের শাস্তি, বাধা কিংবা আঘাত আসুক না কেন, তা অতিক্রম করে আমি জনগণের পাশেই থাকব। ভালুকাবাসীর প্রতি নির্বাচনে সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানিয়ে তিনি জনগণের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন। দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
‎তিনি আরও বলেন, বিএনপি নীতি ও আদর্শের রাজনীতি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তারা বিশ্বাসী, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে ভালোবাসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে আস্থা রাখেন। বিভিন্ন দোষে দুষ্ট ও পচন ধরা রাজনীতির সঙ্গে তিনি জড়িত নন বলেও জানান।