নির্বাচনী মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ আসনে দিন দিন বাড়ছে নির্বাচনী উত্তাপ। সেই নির্বাচনী হাওয়ায় নতুন গতি এনে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু। ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে অবিরাম গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন তিনি।

এরই অংশ হিসেবে হবিরবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে এক প্রাণবন্ত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকটি জনসমাগমে পরিণত হলে এলাকায় ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ভোটারদের উদ্দেশে দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হবিরবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর জাহির উদ্দিন বাবরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

সভা শেষে প্রার্থী স্থানীয় এলাকাবাসী ও মসজিদে জুমার নামাজে আগত মুসল্লীদের সঙ্গে সরাসরি গণসংযোগ ও মতবিনিময় করেন। এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।