গাজীপুর প্রতিনিধি,ভালুকার কন্ঠঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও বিপ্লবী ছাত্র-জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগানে এলাকা উত্তাল করে তোলেন এবং অবিলম্বে হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। আন্দোলনকারীদের দাবি, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার ওপর আস্থা ক্ষুণ্ন হবে।
বিক্ষোভ চলাকালীন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন। পুলিশের অনুরোধে বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্র-জনতা মহাসড়ক থেকে সরে দাঁড়ালে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।