জাতীয় পর্যায়ে ভালুকার জামিয়া উসমান গণী (রা.) মাদরাসার দুই শিক্ষার্থীর কৃতিত্ব

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত তৃতীয় শ্রেণির ১৯তম সমাপনী পরীক্ষায় জামিয়া উসমান গণী (রা.) ক্বওমী ও তাযকিয়াতুল উম্মাহ বালিকা মাদরাসার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। কঠোর পরিশ্রম এবং নিবেদিতপ্রাণ শিক্ষকদের তত্ত্বাবধানে এই শিক্ষার্থীরা দেশের সেরা শিক্ষার্থীদের মধ্যে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।

সারা বাংলাদেশ থেকে এবারের পরীক্ষায় প্রায় ৭ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল। জাতীয় মেধাতালিকায় মোট ৩০০ জনের নাম প্রকাশিত হয়েছে, যেখানে শীর্ষ ১০ শিক্ষার্থীর মেধাক্রম প্রকাশ করা হয়েছে। তালিকায় জামিয়া উসমান গণী (রা.) ক্বওমী মাদরাসার ছাত্র মো. আবির হাসান ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন (ক্রম ৩২), এবং তামজীদ হাসন রাদিল ১০ম স্থানে (ক্রম ১১০) স্থান পেয়েছেন।

এই সাফল্য মাদরাসার শিক্ষার মান এবং সুনামের প্রমাণ হিসেবে অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া, মাদরাসার ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন জিপিএ ৫ অর্জন করেছে, আর বাকি শিক্ষার্থীর ফলাফলও প্রশংসনীয়।

মাদরাসার পরিচালক মুফতি জাহিদুল ইসলাম মাহমুদী বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। আমরা কেবল পাঠ্যক্রমে সীমাবদ্ধ থাকি না, চরিত্রগঠনের ওপরও গুরুত্ব দিচ্ছি, যাতে শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এই গৌরবময় অর্জনে শিক্ষার্থীর একাগ্র প্রচেষ্টা, অভিভাবকের সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস পরিশ্রম অবদান রেখেছে।