ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী তানহা শান্তা-

রোমান আহমেদ নকিব,নিজস্ব প্রতিবেদক, ভালুকার কন্ঠঃ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

ঘোষিত এই তালিকায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য তানহা শান্তা মনোনয়ন পেয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রার্থী হিসেবে তার মনোনয়ন এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।