নানা আয়োজনে ভালুকা মুক্ত দিবস পালিত

মোঃ কাউছার খান : 

৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস উপলক্ষে পুরো উপজেলাজুড়ে উৎসবমুখর ও গৌরবময় পরিবেশ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ভালুকা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীনতার আলো ছড়িয়ে পড়ে এ জনপদে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা তাঁদের যুদ্ধদিনের স্মৃতিচারণ করে বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য তাঁদের ত্যাগ কখনো বৃথা যাবে না। নতুন প্রজন্মের মাঝেও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মত প্রকাশ করেন।

ভালুকা মুক্ত দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়—এটি সাহস, আত্মত্যাগ ও বিজয়ের গর্বিত ইতিহাস, যা প্রজন্ম থেকে প্রজন্মে দেশপ্রেমের অনুপ্রেরণা হয়ে থাকবে।