নারিশ ফিডমিল পরিদর্শনে আসেন প্রানিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ এমদাদুল হক

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ভালুকায় অবস্থিত নারিশ পোল্ট্রি ফিড ও হ্যাচারী লি. পরিদর্শনে আসেন প্রানিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ এমদাদুল হক তালুকদার।
শুক্রবার (২০ অক্টোবর ) দুপুরে হঠাৎ তিনি এই পোল্ট্রি ফিড ও হ্যাচারী পরিদর্শনে আসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পরিচালক খামার মোঃ শরিফুল হক, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ভালুকা ডা. মোঃ মতিউর রহমান ও ফিডমিল কর্তৃপক্ষ।
পরিদর্শনে উক্ত পোল্ট্রি ফিড ও হ্যাচারীর বিভিন্ন কর্মপ্রণালি ও উত্পাদনপ্রক্রিয়া দেখেন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে মহাপরিচালক জানান, বর্তমানে দেশে প্রাণিসম্পদ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ফিডমিল গুলোর গুনগত মান ও পরিবেশের তদারকি করা জন্য। নারিশ ফিডমিলের পরিবেশগত মান ও ফিড কোয়ালিটির ল্যাব পরীক্ষা করেছি। ফিডমিল কর্তৃপক্ষকে যথাযথ গুনগত মান মেনে ফিডমিল তৈরির পরামর্শ দিয়েছি। ফিডের কোয়ালিটি পরীক্ষার জন্য সাভারে অবস্থিত কিউসি ল্যাবে স্যাম্পল প্রেরণের নির্দেশ প্রদান করেছি। ফিডমিল গুলোর গুনগত মান পরীক্ষার জন্য আমরা নিয়মিত এই পরিদর্শন অব্যাহত থাকবে।