ময়মনসিংহ বিভাগ
ভালুকায় সিএনজির ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

আনোয়ার হোসেন
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় সি এন জির ধাক্কায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম মল্লিক (৭০) নিহত হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১.৩০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ঝটিয়া গ্রামের বাসিন্দা ভালুকা উপজেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল আলম মল্লিক উপজেলার হবিরবাড়ি সিডস্টোর তার নিজ বাসা থেকে বের হয়ে ইউনিয়ন আ’লীগ অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন।
এসময় ঢাকাগামি অজ্ঞান নামা সিএনজি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সন্ধ্যায় তিনি মারাযান।