ভালুকা সরকারি কলেজে একাদশের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মোঃ কাউছার খান, ভালুকার কন্ঠ
ময়মনসিংহের ভালুকার ঐতিহ্যবাহী সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ভালুকা সরকারি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর ) দুপুরে কলেজ প্রাঙ্গনে ফুল দিয়ে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
এসময় নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায়। নবীন বরণ অনুষ্ঠানকে উদ্দেশ্য করেই মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গন। কেউ কেউ এসেছিলেন সেজে, আবার কেউ এসেছেন সাধারণ পোশাকে। বরণের পর কলেজ হল রুমে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, মোঃ আনিছুর রহমান তালুকদার, সহকারি অধ্যাপক ও সম্পাদক শিক্ষক পরিষদ, ভালুকা সরকারি, এবং সঞ্চালনা করেন মোঃ জাহিদুল ইসলাম সুবিন, প্রভাষক ওকোষাধ্যক্ষ, শিক্ষক পারিষদ, ভালুকা সরকারি কলেজ ও কামরুন্নাহার খানম ,প্রভাষক, সমাজকর্ম, ভালুকা সরকারি কলেজ।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি অধ্যাপক আ ন ম শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ, ভালুকা সরকারি কলেজ, এবং বিশেষ অতিথি মোঃ কামরুজ্জামান, উপাধ্যক্ষ, ভালুকা সরকারি কলেজ। আরো বক্তব্য রাখেন, কলেজের সহকারি অধ্যাপক, প্রভাষক, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।