অপরাধ
ভালুকায় পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর গ্রেপ্তার

মোঃ কাউছার খান
ময়মনসিংহের ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে ১টি চোরাইকৃত মোটর সাইকেল সহ ১ জনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এবং জনাব, আফরোজা নাজনীন অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল ও অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানার দিক নির্দেশনায় এবং ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদ ও তার সঙ্গীয় অফিসার এবং ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় উক্ত অভিযানে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার এলাকা হইতে ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চোরকে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে মোটরসাইকেল চোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।