বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভালুকা সরকারি কলেজে আলোচনা সভা

মোঃ কাউছার খান
প্রতিটি সফল মানুষের গড়ে ওঠার নেপথ্য কারিগর একজন শিক্ষক। সবার জীবনে শিক্ষকদের অনন্য পথপ্রদর্শন সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যের আলোকে ভালুকা সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ ৫ই অক্টোবর বৃহস্পতিবার ভালুকা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় সভায় মোঃ আনিছুর রহমান তালুকদার, সহকারি অধ্যাপক ও সম্পাদক শিক্ষক পরিষদ, ভালুকা সরকারি কলেজ এর সভাপতিত্বে এবং মোঃ জাহিদুল ইসলাম সুবিন, প্রভাষক ওকোষাধ্যক্ষ, শিক্ষক পারিষদ,ভালুকা সরকারি কলেজ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি অধ্যাপক আ ন ম শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ, ভালুকা সরকারি কলেজ, বিশেষ অতিথি মোঃ কামরুজ্জামান, উপাধ্যক্ষ, ভালুকা সরকারি কলেজ, সারোয়ার আলম, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক, সহকারি অধ্যাপক শামীমা নার্গিস,সহকারি অধ্যাপক ফেরদৌসি সুলতানা, প্রভাষক আফতাব উদ্দিন, প্রভাষক হাদিছুর রহমান খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন – ভালুকা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহাকারি অধ্যাপক সরদার আলী মোহাম্মদ রাশেদিন, প্রভাষক মোঃ আবুল হাশেম সহ সকল সহকারি অধ্যাপক, প্রভাষক, প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক।
উক্ত আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানান তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সু-দৃষ্টির দাবি জানান তারা।