ময়মনসিংহ বিভাগ

ভালুকায় মাদক বিরোধী ও সামাজিক সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কাউছার খান 

ময়মনসিংহ ভালুকায় মাদক, ইভটিজিং, বাল‍্য বিবাহ, চুরি, ছিনতাই, জুয়া, সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতির প্রতিরোধে ‘হাতে হাত ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি – ভেজাল মুক্ত খাদ্য চাই সুস্থভাবে বাঁচতে চাই ‘ এই স্লোগান কে সামনে রেখে সামাজিক সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ই সেপ্টেম্বর ২০২৩ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ০৩নং ওয়ার্ড ভালুকা পৌরসভার চাপড়বাড়ি দাখিল মাদরাসা মাঠে উপজেলা প্রশাসন ভালুকার উদ্যোগে এবং ০৩নং ওয়ার্ড ভালুকা পৌরসভা, ০৩নং ভরাডোবা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ও চাপড়বাড়ি যুব সমাজ এবং সচেতন নাগরিকবৃন্দের সার্বিক সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান খান জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-১১ ভালুকা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুর রউফ, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান তুহিন, সাবেক অধ্যাপক মতিউর রহমান মোহন, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন,মল্লিক বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন, সাবেক আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, চাপড়বাড়ী দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোবাশ্যারুল ইসলাম সবুজ, বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজ সেবক আনিছুর রহমান খান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ ০৩নং ওয়ার্ড ভালুকা পৌর শাখার সভাপতি মোঃ জান্নাতুল ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক ১ মোঃ জান্নাতুল ইসলাম ফেরদৌস।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button