ময়মনসিংহ বিভাগ

ভালুকার কিংবদন্তি নেতা মেজর আফসার এর ৩০ তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ইতিহাসখ্যাত আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা ও প্রধান, সাবসেক্টর কমান্ডার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,উপজেলার ধামশুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহাম্মেদের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার (০৬ সেপ্টেম্বর) বাদজোহর মেজরভিটা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও,উনার ছেলে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু সকলের কাছে পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।

তৎকালীন থানা আওয়ামী লীগের সহসভাপতি আফসার উদ্দিন আহাম্মেদ বঙ্গবন্ধুর ৭মার্চের আহবানে সাড়া দিয়ে ব্যক্তি উদ্যোগে ভালুকা এলাকায় ‘আফসার বাহিনী’ নামে সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধার এক বিশাল বাহিনী গড়ে তোলেন।

মুক্তিযুদ্ধে তাঁর সহধমির্নী, তিনপুত্র, মেয়ের জামাতাসহ পরিবারের কমপক্ষে ১৭জন অংশ নেন এবং যুদ্ধে তার এক সন্তান নাজিম উদ্দিন শহীদ হন। মুক্তিযুদ্ধে তিনি নিজে পাকিস্তানী বাহিনীর সাথে একাধিক সন্মুখ সমরে অংশ নেন এবং তার বাহিনী ঢাকা উত্তর ও ময়মনসিংহ দক্ষিণ রনাঙ্গনে অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করে। ১৯৭১সালের ৮ ডিসেম্বর আফসার বাহিনীর ক্রমাগত আক্রমণে ভালুকা এলাকা পাক হানাদারমুক্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button