ময়মনসিংহ বিভাগ

ভালুকায় পুলিশের অভিযানে ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

সাখাওয়াত সুমন 

নিজস্ব প্রতিবেদক : ভালুকা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে সংঘবদ্ধ ডাকাতদলের ০৪ (চার) সদস্য গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও হ্যান্ড কাটার, দেশীয় অস্ত্র উদ্ধার।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও) সার্কেলের দিক নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানার নেতৃত্বে ভালুকা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন।

২৮ আগস্ট (সোমবার) অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত সাড়ে নয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা হাইস্কুল রোডে পিকআপসহ ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ০৪ (চার) সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত আরো ৫-৬ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।

অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক আপ, একটি ছ্যান-দা, একটি চাকু, একটি ছুরি, একটি হ্যান্ড কাটার ও একটি লোহার রড ও রশি উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button