নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ মারা গেছেন। তাঁর নাম শাহরিয়ার (২০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার ধোলাইখালে পরিবারের সঙ্গে থাকতেন শাহরিয়ার। ধোলাইখালে পুরোনো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বেচাকেনা ও মেরামতের কাজ করতেন তিনি। শনিবার বিকেলে ফতুল্লার শিবু মার্কেটের কাছে একটি ভবনে পুরোনো এসি খোলার সময় বৈদ্যুতিক তারের স্পর্শ শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় শাহরিয়ার ও ফারুক নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোয়া পাঁচটার দিকে শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শাহরিয়ারের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।