ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে গতকাল (২৪ এপ্রিল) গোদারিয়া উত্তর সাকিনস্থ হোসেন ভবনের মালিক আলহাজ্ব হোসাইন মাহমুদ সাহেবের পাঁচ বছরের শিশুপুত্র ইউসুফ হোসেন (৫) নুর ও ভাড়িটিয়া আরিফুর রহমানের কন্যা (আদিবা রহমান (৩) বাড়ীর বাহির আঙ্গিনায় খেলা করতে ছিলো। সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার সময় দুই পরিবারের লোকজন শিশু দুইটিকে খোঁজে না পেয়ে আশেপাশে খোঁজতে থাকেন। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কলের মাধ্যমে উক্ত বিষয়ে থানায় সংবাদ দেওয়া হয় । সংবাদ পাওয়ার পর ফুলপুর থানা পুলিশও থানা এলাকার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া শিশু দুইটির খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। থানার বিভিন্ন অফিসারগন তাদের স্ব-স্ব বিট সমুহের লোকজনদের বিষয়টি অবগত করেন, এবং এধরনের দুইজন শিশু পাওয়া গেলে থানায় জানানো ব্যাপারে অনুরোধ করেন
অনেক খোজাখুজির এক পর্যায়ে জানা যায়, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে একজন মহিলা দুইটি শিশুকে হাঁটিয়ে হাঁটিয়ে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে তাদের আটক রাখার অনুরোধ করা হয়। থানার অফিসার ও ফোর্স সহ , শিশু দুইটির পিতামাতা ঘটনাস্থলে গিয়ে তাদের হারিয়ে যাওয়া শিশু বলে সনাক্ত করেন। শিশু দুইটিকে জিজ্ঞাসা বাদে জানা যায়, চিপস্ ও বিস্কুট খাইয়ে আরও চিপস বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে ফুসলাইয়া শিশু ০২টি কে অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে জাহানারা নামের মহিলাটি নিয়ে যাচ্ছিলো। পরে ফুলপুর থানা পুলিশ মহিলাটিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত জাহানারা (৪৫) হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় দক্ষিণ কোনাপাড়ার মৃত আ: রাজ্জাকের মেয়ে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান,বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে আমরা জানতে পারি। শিশু অপহরণের সাথে জরিত ১ নারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে