স্টাফ রিপোর্টার : সুবিধাবঞ্চিত শিশুদের সাথে অদম্য’১০ ফাউন্ডেশনের ইফতার ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল (সোমবার) বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশ্চামে টোকাই উন্নয়ন সোসাইটিতে ওই ইফতার ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে হাবিব জিহাদী, সাখাওয়াত হোসেন সুমন, নজরুল ইসলাম নাবিল, রোমান আহমেদ নকিব, এজাদুল ইসলাম রুপন, শিব্বির আহমেদ ত্বকি, শিহাব আল হাসান, তন্ময় আহমেদ, আরিফ মোহাম্মদ উদয়, শুভ্র সরকার, হাসানুর রহমান হাসান, ইয়াসির আরাফাত, সুচিত্রা রানী, মাসুমা সুলতানা মলি, লিমা আক্তার, নুসরাত জাহান রাখি, তাসমিয়াহ সুলতানা সহ অদম্য’১০ ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণে সদা জাগ্রত স্লোগান কে সামনে নিয়ে ভালুকা উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে অদম্য’১০ ফাউন্ডেশন।