আব্দুল্লাহ আনছারী আকরাম
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় আশার আলো ফাউন্ডেশন ও হবিরবাড়ি হেল্পলাইনের যৌথ উদ্যোগে ও আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে হবিরবাড়ি তারতীবুল উম্মাহ মহিলা ক্বওমী মাদরাসায় ১০ টি মাদ্রাসার ১১০ জন ছাত্র ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও ৫ জন এতিম ছাত্রদের ১০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ ৮ ই এপ্রিল ১৬ রমজান রোজ শনিবার তারতীবুল উম্মাহ মহিলা ক্বওমী মাদ্রাসা হল রুমে কোরআন শরীফ বিতরণ ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান হাবিব জিহাদীর সঞ্চালনায় মায়ের মাদরাসার দাতা,আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম হাসান ডালিম, বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, ছাত্রনেতা শাকিব খান, সখিপুর মহিলা কলেজের প্রভাষক জাহান আশরাফ, উমর ফারুক রা.ক্বওমি মাদরাসার মোহতামিম মাও.আতিকুল ইসলাম, বড়চালা পূর্বপাড়া মসজিদের খতিব মুফতি আবু রায়হান,মোহাম্মদ উল্লাহ আলমগীর প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন আশার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আনছারী আকরাম, ক্লিন-আপ ভালুকার কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সুমন, রক্তের বন্ধন হবিরবাড়ীর সভাপতি মিয়াজ আহমেদ, সংগঠনের সদস্য, কাউসার আহমেদ, রোমান আহমেদ নকিব, শরিফুল ইসলাম,আবরার নাঈম,নজরুল ইসলাম নাবিল,হাসান রাফি,নাঈম পাঠান,ইয়াছির আরাফাত,শিব্বির আহমেদ ত্বকি,অমিত হাসান ইমন,আরাফাত সানি,তামান্না সুলতানা, রিদয়ানা ইসলাম রুহামা, উম্মে কুলসুম আফিফা প্রমুখ। বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।