আনোয়ার হোসেন
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫ ‘ এর উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন কলকারখানার শ্রমিকদের বেতন বোনাস যেন সঠিক সময়ে প্রদান করা হয় এ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ মার্চ সকাল ১১.৩০ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ – ৫ ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় সভা কক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ- ৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে, মোহাম্মদ গোলাম মোর্শেদ তালুকদার সহকারী পুলিশ সুপারের সঞালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, কাজী সাইদুর রহমান, সোহেল রানা সিনিয়র ম্যানেজার শাবাব ফেব্রিকস, মোঃ তানভীর আহাম্মেদ, লুপডট ফ্যাশন লিঃ, মোঃ শামসুল আলম, এজিএম আইডিয়াল স্পিনিং মিলস,হুমায়ুন কবির,ম্যানেজার প্যাট্রিয়ট স্পিনিং মিলস লিঃ। এ সময় অন্যান্য কলকারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।