আব্দুল্লাহ আনছারী আকরাম
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় অগ্রগামী উন্নয়ন সংন্থার উদ্যোগে কয়েকটি প্রাথমিক স্কুল–উচ্চ বিদ্যালয়-মাদ্রাসার গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
২০শে মার্চ রোজ সোমবার উপজেলার মেদুয়ারী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বা.কৃ.বি সাবেক ব্যবস্থাপক মোশারফ হোসেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রীণ অরণ্য পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন।
এছাড়াও অত্র সংস্থার সাধারণ সম্পাদক ইমন তালুকদারের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন,অগ্রগামী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম খান, অত্র সংস্থার সহ-সভাপতি শরিফুল ইসলাম সুমন,সদস্য সাংবাদিক জাহিদ খান,সদস্য জাকির হোসেন সহ উপহার সামগ্রী প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ,সহকারী শিক্ষকগণ এবং সম্মানিত অভিভাবকবৃন্ধ।
উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে ৩ টি হাফেজি মাদরাসার ছাত্রদের মাঝে পায়জামা-পাঞ্জাবি কাপড় ১ টি দাখিল মাদ্রাসা,৩টি বালিকা উচ্চ বিদ্যালয়,২টি উচ্চ বিদ্যালয় ও ৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও সকলকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া ও এস,এস,সি পরীক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়।