কাউছার খান
বার্তা সম্পাদক: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাতলামারী ইসলামিয়া মাদ্রাসার সুপারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভালুকা উপজেলা শিক্ষক সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে অয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় ভালুকা উপজেলা শিক্ষক সমাজের সকল শিক্ষকবৃন্দ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন’সহ শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে সভাপতিত্ব করেছেন অধ্যক্ষ শামছুর রহমান লিটন, সাধারন সম্পাদক, ভালুকা উপজেলা স্বাশিপ।
এসময় আরো বক্তব্য রাখেন মোঃ নাজমুল আলম,সভাপতি স্বমাশিপ,মেজবা উদ্দিন, সাধারন সম্পাদক, স্বমাশিপ,মোয়াজ্জেম হোসেন ঢালী, পৌর স্বাশিপ সভাপতি, মোঃ জাহিদুল ইসলাম সুবিন,সাংগঠনিক সম্পাদক স্বাশিপ, মাধ্যমিক সমিতি নুরল ইসলাম মানিক, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ডাঃআমান উল্লাহ উচ্চ বিদ্যালয় লিয়াকত আলী, প্রাথমিক শিক্ষক সমিতি নেতা রমজান সরকার, উমর ফারুক, ইব্রাহীম খলিল,যুগ্ম সম্পাদক ,স্বমাশিপ সফিউল্লাহ লিটন,সাংগঠনিক সম্পাদক। এছাড়াও সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় বলেন, সারা দেশে একের পর এক শিক্ষক নির্যাতন শুরু অব্যাহত থাকলেও হামলাকারীদের কোন সঠিক বিচার হচ্ছেনা।
কাতলামারী ইসলামিয়া মাদ্রাসার সুপারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কাতলামারী ইসলামিয়া মাদ্রাসার সুপারের উপর সন্ত্রাসী তীব্র নিন্দাসহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।