কাউছার খান
বার্তা সম্পাদক: ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেছেন, অপরাধীরা একমাত্র গনমাধ্যমকেই বেশী ভয় পায়। কারন দেশের বিকাশমান গনামাধ্যম গুলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশের কারনে অপরাধীরা মান সম্মানের ভয়ে অপরাধ করতে সাহস করে না। তাই গনমাধ্যম জেগে থাকলে অপরাধীরা ঘুমিয়ে থাকতে বাধ্য হবে। তিনি বলেন,মিডিয়ার কারনে যেমন অপরাধ প্রবণতা কমে তেমনি ভাল কাজ গুলো ম্বীকৃতি পাওয়ায় মানুষ আরো বেশী উৎসাহিত হয়। সালমা খাতুন বলেন,এখন জ্ঞান নয় তথ্যই সবচেয়ে বড় শক্তি। যার কাছে যতো বেশী তথ্য সে ততো বেশী শক্তিশালী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শনিবার দুপুরে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভি’র ৫ম বর্ষপুর্তি ও ৬ষ্ট বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন,ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনন্দ টিভি’র ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিক।
ভালুকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন মোঃ মোস্তিিফজুর রহমান,চাপড়বাড়ী দাখিল মাদ্রাসার সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজ,কালের কণ্ঠের প্রতিনিধি মুখলেছুর রহমান মনির,নয়া দিগন্তের প্রতিনিধি আসাদুজ্জামান ফজলু,আজকের ময়মনসিংহ প্রতিনিধি হাদিকুর রহমান হাদিস,ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক শাহ মোঃ আব্দুস সবুর বাকীবিল্লাহ,এনটিভি’র প্রতিনিধি আলমগীর হোসেন, প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান ফুরাত,সাবেক ছাত্রনেতা মাসুদ রানা,দৈনিক যায়যায় দিন প্রতিনিধি কবি শফিউল্লাহ আনসারী,
দৈনিক আজকের বাংলাদেশ প্রতিনিধি আফরোজা আক্তার জবা,গ্লোবাল টিভি’র প্রতিনিধি শাহিদুজ্জামান সবুজ,সাংবাদিক আল আমিন,সাংবাদিক নাজমুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন। আলোচনা শেষে,র্যালী,কেক কাটেন অতিথিগন। নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন আরো বলেন,বিনোদন এখন মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি। নানা সীমাবদ্বতার কারনে মানুষ বিনোদন থেকে বঞ্চিত তাই ঘরে বসেই সে চাহিদা পুরণ করতে হয়। আনন্দ টিভি নামটার মধ্যেই একটা আলাদা ঐশ^র্য্য আছে। আগামী দিনগুলোতে আরো বেশী বেশী বিনোদন মুলক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে আনন্দ টিভি এ প্রত্যাশা করে তিনি বলেন,অল্প সময়ে টেলিভিশনটি মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
– মো. রফিকুল ইসলাম রফিক, ( ভালুকা প্রতিনিধি, আনন্দ টিভি )