• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:০০ অপরাহ্ন
  • Bengali Bengali English English
শিরোনাম :
ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ – ৫ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় অগ্রগামী উন্নয়ন সংস্থার শিক্ষাবৃত্তি প্রদান ভালুকায় যুবদল নেতা নাজমুল হক মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল  ভালুকায় মাদ্রাসার সুপারের উপর হামলার প্রতিবাদে ভালুকা উপজেলা শিক্ষক সমাজের মানববন্ধন  ভালুকায় মাদ্রাসা সুপারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গনমাধ্যম জেগে থাকলে অপরাধীরা ঘুমিয়ে থাকতে বাধ্য-ভালুকায় ইউএনও সালমা খাতুন ইসলামী যুব মজলিসের আত্মপ্রকাশ ভালুকায় নানা আয়োজনে ইত্তেফাকের সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত   শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত  জ্যোতি হক ছড়া পুরস্কার’ পেলেন কবি-ছড়াকার সফিউল্লাহ আনসারী 

ভালুকায় জমি নিয়ে বিরোধে, মিথ্যা মামলার অভিযোগ

ভালুকার কন্ঠ রিপোর্ট
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার কন্ঠঃ

 

ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত, থানায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে।

 

মামলা ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের মৃত তাহের আলীর ছেলে মোস্তফা ও একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে নেওয়াজ আলী ও জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভীন আক্তারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জেরে (১০ফেব্রুয়ারী) শুক্রবার নেওয়াজ আলী ও পারভীন আক্তার গংরা সংঘবদ্ধ ভাবে মোস্তফার পৈত্রিক জমিতে অনধিকার প্রবেশ ও জোর পূর্বক ঘর-বাড়ি নির্মাণ করতে গেলে এতে বাধা দেওয়ায় পারভীন আক্তার ও নেওয়াজ আলী গংরা হামলা চালিয়ে ও মারপিট করে মোস্তফা ও তার বোন মাজেদা আক্তারসহ কয়েকজনকে মারাক্তক আহত করে। মাজেদা এখন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় মোস্তফা বাদী হয়ে, নেওয়াজ আলী ও পারভীন আক্তারসহ ১১ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা দয়ের করেন, মামলা নং-১৩, তারিখ-১০-০২-২০২৩ইং।

 

ইউপি সদস্য ইউসুফ আলী জানান, যে ঘটনায় আমার নামে মামলা করা হয়েছে ওই ঘটনার আমি কিছুই জানতাম না। আমি বাজারে এসে দুই পক্ষের মারামারি দেখে জনপ্রতিনিধি হিসেবে দুই পক্ষকেই থামাবার চেষ্টা করি, তিন দিন পরে শুনলাম আমার নামেই মামলা হয়েছে, আমি এমন প্রতিহিংসা মুলক মিথ্যা মামলার তিব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, উল্লেখিত ঘটনাকে ধামাচাপা দিতে আমাকে সহ ১২জনকে আসামী করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে ফরিদ মিয়ার স্ত্রী তানিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। মামলা নং ১৫, তারিখ-১৩-২-২০২৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরও খবর