বিশেষ প্রতিনিধি, ভালুকার কন্ঠঃ
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২ কেজি ওজনের ১৮ টি স্বর্নের বার সহ পাচু সরকার (৫২)নামের এক চোরাকারবারিকে আটক করে বিজিবি।
আটক পাচু সরকার বলদ ঘাটা গ্রামের দূর্গা চরন সরকারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ১৮টি স্বর্নের বার সহ তাকে আটক করতে সক্ষম হন।
রোববার ১২ই ফেব্রুয়ারী দুপুরে সাতক্ষীরা সদরের বদলঘাটা নামক স্থান থেকে ১৮ টি স্বর্নের বার সহ তাকে আটক করে বিজিবি।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল মোঃ আশরাফুল হক জানান, বৈকারী বিওপির বিশেষ একটি টহল দল সীমান্ত পিলার ১৩/৩৭ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন।
বিজিবি সূত্র জানায় আটক স্বর্নের বারের মূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।
আটক পাচু সরকারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে বিজিবি, এবং স্বর্নের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।