নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও:
ময়মনসিংহের গফরগাঁওয়ে কালের কণ্ঠ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় গফরগাঁও প্রেস ক্লাবের শামছুল হক মিলনায়তনে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা, অসুস্থ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা শেষে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অসুস্থ শিক্ষার্থী অজয় চন্দ্র বিশ্বাস পৌর শহরের ষোলহাসিয়া এলাকার ক্ষীতিষ চন্দ্র বিশ্বাসের ছেলে।
উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চুর সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, শুভসংঘের প্রধান উপদেষ্টা ডা. কে এম এহসান, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, গফরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সিনিয়র সাংবাদিক ফকির এ মতিন।
এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুছ সালাম সবুজ, শুভসংঘের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ ফারুকী, সহসম্পাদক মাহতাব উদ্দিন সাদেক, কোষাধ্যক্ষ অনীল রায়, সংরক্ষিত পৌর কাউন্সিলর পারভীন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল প্রমুখ।