নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও :
ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে যমুনা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন।
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাসুটিয়া ফকির বাড়ি এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
মশাখালী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার সুলেমান কবির জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেন মশাখালী ও গফরগাঁও স্টেশনের মাঝামাঝি বাসুটিয়া ফকির বাড়ি এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ কেওয়াটখালী লোকোসেড থেকে রওনা দিয়েছে। বিকল ইঞ্জিন উদ্ধার করে গফরগাঁও স্টেশনে নিয়ে গেলে আবারও চলাচল শুরু হবে রেলপথে। ইঞ্জিন বিকলের ফলে দুর্ভোগে পড়ে বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীরা।