ভালুকা প্রতিনিধিঃ বছর উপলক্ষে যখন সবাই নাঁচগান, বারবিকিউ পার্টি নিয়ে ব্যস্ত একদল তরুণ তখন খাবার হাতে নিয়ে ছুটে গেছে অসহায় মানুষদের পাশে।
ময়মনসিংহের ভালুকায় “ভালুকা ছাত্রসংঘ” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাসস্ট্যান্ড, বাজার রোড সহ পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের খাবার বিতরণের মধ্য দিয়ে নতুন বছর বরণ করে নেয়।
এসময় উপস্থিত ছিলেন ভালুকা ছাত্রসংঘের প্রতিষ্ঠাতা পরিচালক এজাদুল ইসলাম রুপন, উপ-পরিচালক তানজিম হাসান মাহির, নুহা তালুকদার, সাধারণ সম্পাদক সানছাবির সরকার জিম, সাংগঠনিক সম্পাদক সাদিক ফরাজী, মেহেদী হাসান লাবিব, ফুয়াদ হাসান সৌরভ সহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এজাদুল ইসলাম রুপন বলেন “ছোট ছোট কাজের মাধ্যমেই মাধ্যমেই তাদের মুখে হাসি ফুটানো যায়। আমরা এইভাবেই যাতে প্রত্যেকবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে পারি তার জন্য দোয়া চাই।”