কাউছার খান, ভালুকার কন্ঠ
ইত্তেফাকুল উলামা ভালুকা উপজেলা শাখার অন্তর্গত ৩ নং ভরাডোবা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভাটগাঁও তেতুইল্লার পাড় আশরাফুল উলূম মাদরাসার হলরুমে এই অনুষ্ঠানটি পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হাফেজ কামাল হোসেন ।
পুর্নমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা ভালুকা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখ, সহ সভাপতি মাওলানা আফজাল হুসাইন সরকার, সেক্রেটারী হাফেজ মামুনুর রশিদ খান, জয়েন্ট সেক্রেটারী মুফতি যাকারিয়া মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, দুর্যোগ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আশরাফুল আলম হাবিবী, হাফেজ নজরুল ইসলাম, আলহাজ্ব হাফেজ নজরুল ইসলাম, মাওঃ শামীম, মাওলানা মুফাচ্ছেল সহ ইত্তেফাকুল উলামার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। সভাপতির দোয়ার মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।