নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী স্বদেশী পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার মল্লিকবাড়ি ব্রিজ সংলগ্ন মাঠে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ওই মেলার উদ্বোধন করেন।
ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম।
মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আকরাম হোসাইন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, পৌরসভার প্যানেল মেয়র তাওহিদুল ইসলাম আপন, কাউন্সিলর হুমাুন মুন্সি প্রমূখ।
মেলার বিশেষ আকর্ষণ দেশসেরা রাজমনি সার্কাস, মোটরসাইকেল ও প্রাইভেটকার খেলা, নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভূতের বাড়ি, জাম্পিং, শ্লিপার, শান্তা মারিয়া (নৌকা দোলানো), বিভিন্ন স্বদেশী পণ্যের স্টল ও বাহারি ধরণের খাবারের দোকান।