ভালুকা উপজেলা প্রতিনিধি,ভালুকার কন্ঠঃ
নিয়ম না মেনে একপেশে কমিটি করায়
বাতিল হলো,হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদলের কমিটি।
কমিটি ঘোষণার একদিনের মাথায় কমিটি বাতিল করা হয়। উপজেলার নেতারা কোনো ধরনের সাংগঠনিক নিয়ম তোয়াক্কা না করে নিজেদের মতো করে কমিটি করেন যা হবিরবাড়ীর জাতীয়তাবাদী পরিবারের মহলে বিতর্কের সৃষ্টি করে। একজন ইউনিয়ন ছাত্রনেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান- ১০৯ জন কমিটি দিয়েছে ৫০ এস এসসির গন্ডি পার হতে পারেনি,অনেকেই নেশাগ্রস্ত, আওয়ামী পরিবারের সন্তান যা রাজপথের মেধাবি ছাত্রনেতাদের কে অপমান করা ছাড়া কিছুই না।
এমন কমিটি কিভাবে করে আমাদের বোধগম্য নয়। আশাকরি যোগ্য মেধাবি বিএনপি পরিবারের সন্তানদের হাতে নেতৃত্ব আসবে আগামীতে।
সামনে বিএনপির লড়াই সংগ্রাম অবশ্যই পরীক্ষীত সৈনিকের বিকল্প নেই।