স্টাফ রিপোর্টার : ক্লিন আপ বাংলাদেশের উদ্যোগে ক্লিন আপ শেরপুরের আয়োজনে দিনব্যাপী পরিচ্ছন্ন মানসিকতায় পরিচ্ছন্নতার উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর (শুক্রবার) সকালে প্রায় পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবীদের নিয়ে শেরপুর পৌরসভার নয়টি ওয়ার্ড পরিচ্ছন্ন করার মাধ্যমে উক্ত পরিচ্ছন্নতার উৎসব অনুষ্ঠিত হয়।
শহরের ডিসি উদ্যানে উদ্ভোধনী অনুষ্ঠানে ক্লিন আপ শেরপুরের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লিন আপ শেরপুরের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আল-আমিন রাজু।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম (পুলিশ সুপার, শেরপুর), বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সালেহ নূরুল ইসলাম হিরু (সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, শেরপুর জেলা), বীর মুক্তিযোদ্ধা জনাব বিমল পাল (উপদেষ্টা, ক্লিন আপ বাংলাদেশ), প্রফেসর মোঃ আব্দুর রশীদ (অধ্যক্ষ, শেরপুর সরকারি কলেজ), জনাব অ্যাড. মতিউর রহমান ফয়সাল, (চেয়ারম্যান, ক্লিন আপ বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী বোর্ড)।
উক্ত অনুষ্ঠানে বক্তারা পরিচ্ছন্ন মানসিকতায় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং নিজের শহর পরিচ্ছন্ন রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানান।
পরে স্বেচ্ছাসেবকগণ শেরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একযুগে পরিচ্ছন্নতা অভিযান, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে প্রচারনা চলে দিনব্যাপী। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ যে, পরিচ্ছন্ন মানসিকতা – পরিচ্ছন্ন বাংলাদেশ এই স্লোগান কে বুকে ধারণ করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলছে ক্লিন আপ বাংলাদেশের হাজারো তরুণ স্বেচ্ছাসেবী। তারা স্বপ্ন দেখে পরিচ্ছন্ন মানসিকতা বিনির্মাণ করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া ও প্রজন্মের পরিবর্তনের