ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা বাজারের পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে গেছে ৪ টি দোকান।
ঘটনাটি ঘটেছে ৯ নভেম্বর বুধবার বিকাল সারে তিনটার সময়। সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জানান মুদি দোকানদার সাইফুল ইসলামের তালাবদ্ধ গোডাউন ঘরে প্রথমে আগুন লাগে পরে পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পরে এতে সবগুলো দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন বাজারের ফুটপাতের অবৈধ দোকানের কারণে ফায়ার সার্ভিসের গাড়ী পৌঁছাতে বিলম্ব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সাইফুল ইসলামের মুদি দোকান বাদে বাকি দোকানগুলো হচ্ছে কালামের মুদি দোকান, কালাচানের সেলুন, ও আজাহারের গোডাউন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির ও মহিলা কাউন্সিলর রীনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।