কাউছার খান, ভালুকার কন্ঠ
ময়মনসিংহ ভালুকায় ০১ (এক) কেজি কথিত গাঁজা, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ২০,০০০/- ( বিশ হাজার) টাকাসহ ১ জনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
০৮/১১/২০২২ইং তারিখ রাত ১২:৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা সাহেবের সার্বিক দিকনির্দেশনায় এসআই(নিঃ) চন্দন সরকার এর নেতৃত্বে, এসআই(নিঃ) খন্দকার আল রাজী, এএসআই (নিঃ) তানভীর হাসান দ্বয়ের সহযোগীতায় এই অভিযানটি করা হয়।
আটক মোঃ সবুজ মিয়া (৩৫) জামিরদিয়া এম্পিসির মোড়ের মৃত ছামাদ এর ছেলে।
পরবর্তীতে এসআই চন্দন সরকার আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা সাহেব মামলা রুজু করেন।