ভালুকা প্রতিনিধি: ভালুকা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৩ অক্টোবর রবিবার বিকালে ভালুকা উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদ মাষ্টারের সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভালুকা জাতীয় পার্টির সাবেক সভাপতি আঃ কাদের সরকার,ভালুকা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ গোলাপ, রফিকুল ইসলাম পাঠান, কামাল উদ্দিন মেম্বার, কেন্দ্রীয় কৃষক পার্টির নেতা মনির হোসেন ,সদস্য সচিব মল্লিক বাড়ী ইউনিয়ন জাপা, আলা উদ্দিন, গিয়াস উদ্দিন মাষ্টার সদস্য সচিব মেদুয়ারী ইউনিয়ন জাপা ,সদস্য মতিউর রহমান কাঞ্চন,উপজেলা যুব সংহতি যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ, উপজেলা শ্রমিক পার্টির সদস্য সচিব জাহিদ হাসান,ভালুকা উপজেলা সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মনোয়ার হোসেন,সদস্য জাপা জালাল উদ্দীন, ভালুকা ইউনিয়ন জাপার সদস্য সচিব ইব্রাহিম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আশিক সহ ভালুকা উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সকল অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতারা বলেন উপজেলা পরিষদ গঠন করেছেন প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু আজ কোন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না জাতীয় পার্টি নেতৃবৃন্দ।