মাহাবুব কবির মিলন
হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় বালীবাহী ড্রাম ট্রাকের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মুত্যু হয়েছে। আরেক জনের গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গতকাল বৃহস্পতি (২০ অক্টোবর) দুপুরে আড়াইটার দিকে খুরশিদ মহল ব্রহ্মপুত্র সেতুর উপর ড্রাম ট্রাকটি দু’ মোটর সাইকেল আরোহীকে চাপা দিয়ে চলে যায়; পরে পথচারীরা ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিয়ে মুমূর্ষ অবস্থায় দু’জনকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন; অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অনত্র রেফার্ড করেছেন।
নিহতের নাম রফিকুল ইসলাম(১৭)। সে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। অপর দিকে গুরুতর আহত আরোহী এনামুল হক(১৬) সে উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নিহত রফিকুল পৌর এলাকার দ্বীপেশ্বর গুল চত্বর এলাকায় নাজিম মিয়ার গ্যারেজে মটর সাইকেল মেরামতের কাজ করতেন। হোসেনপুর থানার পুলিশ এসে এক জনের লাশ ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছেন। পুলিশ বলছেন এই বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহন করবেন।