কাউছার খান, ভালুকার কন্ঠ
ভালুকা সরকারি কলেজের সাপোর্ট ও সহায়তা বিষয়ক ফেসবুক গ্রুপের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা বৃক্ষ রোপন কর্মসূচি হয়েছে।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ হল রুমে ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গ্রুপের এডমিন, মডারেটর ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে উদযাপন করা হয়।
আজ ২৯ সেপ্টেম্বর বুধবার কলেজ চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। এসময় ৩টি ইউক্যালিপটাস গাছের চারা রোপন করা হয়।
উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপাধ্যক্ষ জনাব কামরুজ্জামান তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সারোয়ার আলম অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান, মোঃ আফতাব উদ্দিন প্রভাষক বাংলা, মনির হোসেন ঢালী শরীরচর্চা শিক্ষক ভালুকা সরকারি কলেজ। উপস্থিত ছিলেন গ্রুপটির এডমিন মডারেটর ও মেম্বারদের একাংশ।
‘ভালুকা সরকারি কলেজ স্টুডেন্ট’ গ্রুপটিতে বতর্মানে ১০ হাজার সদস্য রয়েছেন। গ্রুপটি থেকে কলেজ বিষয়ে যেকোনো সহযোগিতা, তথ্য, নোটিশ ইত্যাদি জানতে পারে কলেজের শিক্ষার্থীরা। গ্রুপটি থেকে খুব সহজে যেকোনো বিষয় খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজটি সমাধান করতে পারে । গ্রুপটিতে খুব সুন্দর পরিবেশ এবং যোগ্যতার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন এডমিন ও মডারেটর বৃন্দ।
যারা দায়িত্ব পালন করছেন।
এডমিন : তুষার আবদুল্লাহ, মোঃ মিনহাজ উদ্দিন, মোঃ জাকিরুল ইসলাম।
মডারেট : সিনিয়র মডারেটর- মোঃ সাগর খান , মোঃ পাপেল মিয়া, শেখ ফরিদ।
সামিয়া মিম, অরশি , মোঃ হাবিবুর রহমান, আশরাফুল শরিফ, আইরিন খানম,
ইমরান, মাহমুদা খানম মিথি, নয়ন, জেরিন।