আব্দুল্লাহ আনছারী আকরাম
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী আমতলী সাবিহা সুলতানা দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক সাংবাদিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে আরও আলোচনা করেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অবঃ যুগ্ন সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মামুদ সরকার, এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবেদ আলী খন্দকার, বীর মুক্তিযোদ্ধা খালেক মিয়া, হবিরবাড়ী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, আঃ সাত্তার মাস্টার, মাজহারুল ইসলাম সোহেল খান, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদিকুর রহমান সাদেক প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।