ভালুকা উপজেলা প্রতিনিধি,ভালুকার কন্ঠঃ
ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার দুপুরে ভালুকা পৌর শহরের ওয়াটার হাউজে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ প্রতিষ্ঠিত জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ সংগ্রহশালা,র শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ,ক,ম,মোজাম্মেল হক, এমপি।
এসময় উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু,জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা, পি পি এম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল মাহফুজা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।